কুবির দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে জিল্লুর-আল মামুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সদ্য বিদায়ী সভাপতি মোঃ শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মোঃ জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইসিটি বিভাগের আল মামুন।
কমিটির সহ-সভাপতি পদে ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৭ জন সহ মোট ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি মোঃ জিল্লুর রহমান বলেন,
দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ একটি পরিবারের মতো। এখানে কোনো একক ব্যক্তির প্রচেষ্টাই যথেষ্ট নয়; বরং প্রতিটি সদস্যের নিষ্ঠা, চিন্তা, সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সংগঠন এগিয়ে চলে। তাই আমি বিশ্বাস করি, সবার আন্তরিক অবদান, পরামর্শ ও কার্যকর ভূমিকার মাধ্যমে আমাদের এই প্রিয় সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে।
সদ্য-বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ খান বলেন, "মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে আয়" এই স্লোগানকে ধারন করে গঠিত হয়েছে দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ। এটি একটি আঞ্চলিক এবং অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। আমরা সবাই দলমত নির্বিশেষে একে অপরের পাশে দাড়াই। বিগত দিনগুলোতে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী করার জন্য দেবিদ্বার উপজেলায় বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম করেছি। আশা করছি দেবিদ্বার ছাত্রকল্যান পরিষদ তাদের স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলোর মডেল হবে।
What's Your Reaction?






