কাপ্তাইয়ে ১২০ লিটার চোলাই মদ ও প্রাইভেট কারসহ ৪ ব্যবসায়ী আটক

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 27, 2025 - 17:45
 0  9
কাপ্তাইয়ে ১২০ লিটার চোলাই মদ ও প্রাইভেট কারসহ ৪ ব্যবসায়ী আটক

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি প্রাইভেট কারসহ চার ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগান পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আটককৃতরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের মহিরা পের পাড়ার বাবুল মহাজনের ছেলে সৈকত মহাজন (২৯), একই এলাকার কৃষ্ণ দাশের ছেলে টিটু দাশ (৩৪), আবুল কাশেমের ছেলে মো. শাহেদুল ইসলাম (২৯) এবং রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের নেজাম শাহ পাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. ইব্রাহিম (৩২)।

এ ঘটনায় কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৩৮ ধারায় একটি মামলা (নং-০৭, তারিখ: ২৭/০৮/২০২৫) দায়ের করেছেন। পরে আটককৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, “আজ ভোরে নিয়মিত চেকপোস্ট অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় চারজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow