আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনটি মোটরসাইকেলে ভয়াবহ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুন্নু (৫৫) মোল্যা নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার বানা ইউনিয়নের চর বেলবানা গ্রামে এ ঘটনা ঘটে। এ অপ্রীতিকর ঘটনার জন্য সুধীজনেরা নিন্দা প্রকাশ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর বেলবানা গ্রামের ওবায়দুর শেখ তার জমি থেকে পাকা ধান কেটে তা বাড়িতে আনছিলেন। ওই ধান চুন্নু মোল্যার পাটক্ষেতের ভেতর দিয়ে আনার সময় কিছু পাটগাছ নষ্ট হয়। এ নিয়ে দুপুর ১২টার দিকে চুন্নু মোল্যা ও তার চাচাতো ভাই খোকন মোল্যার সঙ্গে ওবায়দুর শেখ ও আকিবুল ইসলামের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে চুন্নু মোল্যা গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এরই জেরে দুপুর ১টার দিকে খোকন মোল্যার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল প্রতিপক্ষের তিনটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। মোটরসাইকেলগুলো ওবায়দুর শেখ, তার ভাই আকিবুল শেখ ও চাচাতো ভাই শফিকুল ইসলাম চঞ্চলের।
ক্ষতিগ্রস্ত আকিবুল ইসলাম বলেন, ‘এক বছর আগে কিস্তিতে ১ লাখ ৮১ হাজার টাকায় একটি ডিসকভার মোটরসাইকেল কিনেছিলাম। মাত্র পাঁচদিন আগে কিস্তির ৭৫ হাজার টাকা পরিশোধ করেছি। অথচ সেই মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হলো। আমার ভাইদের আরও দুটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে।’
অন্যদিকে অভিযুক্ত খোকন মোল্যা দাবি করেন, ‘কে বা কারা মোটরসাইকেলগুলো পুড়িয়েছে, তা আমার জানা নেই। আমাদের কেউ এ ঘটনায় জড়িত নয়। বরং ওবায়দুর শেখ ও তার লোকজন আমার চাচাতো ভাই চুন্নু মোল্যাকে মারধর করে গুরুতর আহত করেছে।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উভয়পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
What's Your Reaction?






