বিজয়নগরে সাড়ে ছয় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর আনুমানিক ১০ঃ ৩০ মিনিটে বিজিবির একটি বিশেষ দল আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি পিকআপভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায়:
৭,১১৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১৯৫ প্যাকেট পিয়াজের বীজ, ৮,৩১৬ পিস বিভিন্ন ধরনের ইনজেকশন
১টি পিকআপ ভ্যান আটককৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলনীতিতে অনুপ্রাণিত হয়ে সরাইল ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে অবৈধ মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






