দৈনিক জনকণ্ঠে নগরকান্দা প্রতিনিধি হিসেবে শফিকুল ইসলাম মন্টুর যোগদান, খোলাচোখের পক্ষ থেকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদকঃ
Oct 11, 2025 - 20:05
 0  11
দৈনিক জনকণ্ঠে নগরকান্দা প্রতিনিধি হিসেবে শফিকুল ইসলাম মন্টুর যোগদান, খোলাচোখের পক্ষ থেকে অভিনন্দন

নগরকান্দার সাহসী ও নিবেদিতপ্রাণ সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক জনকণ্ঠ-এ নগরকান্দা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি দৈনিক খোলাচোখ-এ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই নিয়োগে দৈনিক খোলাচোখ-এর সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ এবং পত্রিকার পরিবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

এক শুভেচ্ছা বার্তায় মাহাবুব আহাদ বলেন, “শফিকুল ইসলাম মন্টু সবসময় সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন। তার এই অগ্রগতি আমাদের জন্য গর্বের বিষয়।”

নগরকান্দা সাংবাদিক সমাজ মনে করে, মন্টুর এই দায়িত্ব গ্রহণ স্থানীয় সাংবাদিকতার অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য, শফিকুল ইসলাম মন্টু দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সমস্যাবলি, দুর্নীতি, উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরে পাঠকের আস্থা অর্জন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow