বিএনপির ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 6, 2025 - 13:34
 0  10
বিএনপির ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য: মীর সরফত আলী সপু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়াই দলের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার (৬ অক্টোবর) মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে দিনব্যাপী ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, "আমরা চাই বাংলাদেশে একটি সুন্দর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু একটি গোষ্ঠী এখনো নির্বাচন পেছানোর জন্য নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।" তিনি ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না-আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।"

তিনি আরও যোগ করেন, "যারা পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) এর কথা বলে নির্বাচনের তালবাহানা করছে, তাদেরকে আমরা রাজপথেই মোকাবিলা করব।"

দিনব্যাপী এই কর্মসূচিতে মীর সরফত আলী সপুর সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শিবলুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা শ্রীনগর বাজারের বিভিন্ন স্থানে জনগণের মাঝে দলের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow