ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবসে চার গুণী শিক্ষককে সংবর্ধনা

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
Oct 5, 2025 - 15:54
 0  4
ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবসে চার গুণী শিক্ষককে সংবর্ধনা

ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং চারজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। "শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার চারজন কৃতি শিক্ষককে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- আল হাসান মহিলা মাদ্রাসার ইংরেজি শিক্ষক তহমিনা খানম, খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বাহিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডলি রানী পাল এবং রূপাপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, "আমাদের অনেক দূর যেতে হবে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা অনেক দূর এগিয়ে যাবে। জেনেশুনে আপনারা দায়িত্ব নিয়েছেন, এ দায়িত্ব পালন করতে হবে।" তিনি শিক্ষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঠদানকে আরও আকর্ষণীয় করার পরামর্শ দেন। তিনি বলেন, "শিক্ষকদের টিকটক দেখলে হবে না। সাধারণ জিনিসকে কীভাবে আকর্ষণীয় করে শেখানো যায় তা শিখুন। পদার্থবিজ্ঞান, রসায়ন কীভাবে শেখানো যায় তা (ইউটিউব দেখে) শিখুন।"

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মোল্যা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনে আরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আ. আজিজ মোল্যা এবং হাটখোলারচর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবু জাফর সিদ্দিকীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের প্রধানগণসহ প্রায় দুই শতাধিক শিক্ষক একই ধরনের গেঞ্জি ও ক্যাপ পরিধান করে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow