‘ছায়া’র মানবিক স্পর্শে হতদরিদ্র হারুন পেলেন স্বাবলম্বী হওয়ার অবলম্বন

মাগুরার মহম্মদপুরে এক হতদরিদ্র ব্যক্তির পাশে দাঁড়িয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়া’। ‘মানবতার সেবায় আলোকিত সমাজ গড়ি’- এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি এক অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করতে মালামালসহ একটি টি-স্টল ও মুদি দোকান উপহার দিয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর সুইচগেট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দোকানটি হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দা মোঃ হারুন মোল্লা দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক সংকটে দিন যাপন করছিলেন। তাঁর এই অসহায়ত্বের কথা জানতে পেরে ‘ছায়া’ সংগঠনের সদস্যরা সরেজমিনে যাচাই-বাছাই শেষে তাঁকে ‘জরিনা টি-স্টল’ নামের এই দোকানটি তৈরি করে দেন।
দোকানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন ‘ছায়া’র সহ-সভাপতি হাসিবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ফারুক রেজা, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খান এবং সদস্য হেলাল আলী, ফেরদৌস হাসান, মাসুদ রানা ও শরিফুল ইসলাম ইমরানসহ সংগঠনের অন্য সদস্যরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগের সাক্ষী হন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের आत्मनिर्भर করে তোলাই ‘ছায়া’র প্রধান লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‘ছায়া’র এই উদ্যোগকে অত্যন্ত মানবিক ও অনুপ্রেরণাদায়ক বলে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, এ ধরনের নিঃস্বার্থ কর্মকাণ্ড সমাজের অন্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়া’ দীর্ঘদিন ধরে মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নে বিভিন্ন সমাজসেবামূলক কাজ পরিচালনা করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
What's Your Reaction?






