বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে- ইনশাআল্লাহ্ : শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Oct 5, 2025 - 00:07
Oct 5, 2025 - 13:25
 0  8
বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে- ইনশাআল্লাহ্ : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ২০১৭ সালে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা তাদের দেশে ঠাই না পেয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছিল। এর আগেও যখন রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকেছিল, তখন শহীদ জিয়া দক্ষতার সঙ্গে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার গদি ঠিক রাখার জন্য বিশ্বের বড় বড় দেশের সঙ্গে আতাত করেছে। রোহিঙ্গা সমাজের জন্য কিছু করতে পারে নাই। তবে বিএনপি ক্ষমতায় গেলে এই রোহিঙ্গা সমস্যা সমাধান হবে- ইনশাআল্লাহ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনএম একাডিমির মাঠে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জুলুম অত্যাচার, জেল-হাজত, গুম-খুনের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। এই ১৭ বছর আলেম-ওলামারাও বাড়িতে থাকতে পারে নাই। যতদিন বিএনপি সরকারে ছিল, কোনো আলেম-ওলামা নির্যাতিত হয়নি। হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষেরও নির্যাতিত হয় নাই। আমরা ফ্যাসিবাদ মানি না। আমরা একটি নিরাপদ দেশ চাই।

শামা ওবায়েদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের শিখিয়েছে, আমরা আমাদের ধর্ম পালন করবো, ভালবাসবো। কিন্ত অন্য ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করবো। এটাই শহীদ জিয়ার আদর্শ। এই আদর্শ তারেক রহমান অক্ষরে অক্ষরে মেনে চলেন। তিনি বলেন ধর্ম যার যার রাস্ট্র সবার।  

কর্মী সম্মেলনে উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা-নগরকান্দা সকল আলেম-ওলামাকে শ্রদ্ধা করতেন। আমিও শ্রদ্ধা করি। এখন সুযোগ এসেছে নগরকান্দা-সালথাকে ঢেলে সাজানোর। সুযোগ এসেছে আলেম-ওলামা ও মাদরাসা-মসজিদের নিরাপত্তার দেওয়ার। সুযোগ এসেছে সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার। সেটা একমাত্র দিতে পারবে জাতীয়তাবাদী দল বিএনপি। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করি।  

ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ্, ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দল নেতা মাওলানা নিজাম উদ্দীন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা রাসেদ মাতুব্বর প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow