রাইখালীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের উদ্যোগে তিনছড়ি তঞ্চঙ্গ্যা পাড়া, ভালুকিয়া দক্ষিণ পাড়া, তিনছড়ি মারমা পাড়া ও তিনছড়ি নোয়া পাড়ায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।
৬ থেকে ৫০ বছর বয়সী প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে রক্ত পরীক্ষা শেষে অংশগ্রহণকারীদের হাতে রক্তের গ্রুপ নির্ধারণ কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাবু সেন্টু তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা বাবু অমল বিকাশ তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনছড়ি তঞ্চঙ্গ্যা পাড়ার কার্বারী বাবু কিবাঙ্গো তঞ্চঙ্গ্যা, তিনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুবিন্দু তঞ্চঙ্গ্যা, সমাজসেবক বাবু রাশিয়া তঞ্চঙ্গ্যা প্রমুখ।
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা বাবু সুমন তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক বাবু সন্তোষ বড়ুয়া, সদস্য সচিব বাবু উসিমং মারমা, সদস্য বাবু সুপন তঞ্চঙ্গ্যা, বাবু উত্তম তঞ্চঙ্গ্যা, থোয়াইউপ্রু মারমা, বাবু উসাইচিং মারমা, মিজ মোহনা তঞ্চঙ্গ্যা ও মিজ সনিকা তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। অনেকে নিজেদের রক্তের গ্রুপ জানেন না। এ কর্মসূচির মাধ্যমে তারা সচেতন হবেন।”
সংগঠনের আহ্বায়ক বলেন, “আমরা নিয়মিত স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছি। শুধু কাপ্তাই নয়, চট্টগ্রামের বিভিন্ন জায়গাতেও আমাদের ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত সরবরাহ করা হচ্ছে।”
What's Your Reaction?






