শ্রীনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা: খণ্ড খণ্ড মিছিলে প্রার্থীদের শোডাউন

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের তীর্থঘাট মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী সাদ্দাম ও সদস্য সচিব প্রার্থী ইমরান হোসেনসহ বিভিন্ন প্রার্থী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। এতে পুরো মাঠ প্রার্থীদের শোডাউনে মুখর হয়ে ওঠে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপু খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সফিকুল ইসলাম ঝিনু। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক রজিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ রনি ও যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ।
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্য বাহারুল ইসলাম বাহার, বিএনপি নেতা আব্দুল জলিল, যুবদলের সভাপতি কামরুল ইসলাম এপোলো, সাধারণ সম্পাদক বাবুল খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






