কাপ্তাই জোন অধিনায়কের পূজা মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন কমান্ডার বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলার পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সদস্য, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি উপস্থিত পূজার সংশ্লিষ্ট সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময় কাপ্তাই জোন কমান্ডারের সঙ্গে উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার, সার্কেল এসপি, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ, রাঙ্গামাটি জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাপ্তাই জোন কমান্ডার পূজার মণ্ডপে গিয়ে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি আশ্বস্ত করেন যে পূজা চলাকালীন যেকোনো বিশৃঙ্খলা রোধে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তাৎক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত। তিনি সকলকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।
তিনি বলেন, “দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।”
উল্লেখ্য, এ বছর কাপ্তাই উপজেলায় মোট ৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজারো ভক্ত-দর্শনার্থী অংশ নিচ্ছেন। প্রশাসনের কড়া নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনসাধারণও ‘সম্প্রীতি সভা’র মাধ্যমে সক্রিয় সহযোগিতা করছে, যাতে এ মহোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
What's Your Reaction?






