বেগমগঞ্জে রেল যোগাযোগে চরম ভোগান্তি : সেবাবঞ্চিত যাত্রীরা

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Oct 1, 2025 - 22:54
 0  8
বেগমগঞ্জে রেল যোগাযোগে চরম ভোগান্তি : সেবাবঞ্চিত যাত্রীরা

নোয়াখালী-ঢাকা রুটের রেল যোগাযোগে দীর্ঘদিন ধরে সেবাবঞ্চিত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত দেড় বছর ধরে বন্ধ রয়েছে নোয়াখালী এক্সপ্রেস ট্রেন। এতে প্রতিদিনের নিয়মিত যাতায়াতে সমস্যার পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতির মুখে পড়ছেন চৌমুহনীসহ আশপাশ এলাকার সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রীরা জানান, হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় যাত্রীদের বিকল্প ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্যদিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটিও সময়মতো পৌঁছায় না। নিয়ম অনুযায়ী রাত ৮টায় ঢাকা থেকে ছাড়ার কথা থাকলেও তা রাত ১১টার পর পৌঁছায়। পরদিন সকাল ৬টা ২৫ মিনিটে সোনাপুর থেকে ছাড়ার কথা থাকলেও চৌমুহনী থেকে প্রায় সাড়ে ৭টার দিকে ছেড়ে যায়। এতে নিয়মিতভাবে যাতায়াতকারী যাত্রীরা ভীষণ সমস্যায় পড়ছেন। এছাড়া কুমিল্লা-নোয়াখালী ডেমু ট্রেনটি গত দুই বছর ধরে বন্ধ রয়েছে।

চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম নোমান বলেন, “নোয়াখালী এক্সপ্রেস হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে শুধু সরকারের রাজস্ব হিসাব প্রদানের জন্য ট্রেনটি আনা হয়েছিল। এরপর আর কোনো খোঁজ নেই। উপকূল এক্সপ্রেসও নির্ধারিত সময়ে চলাচল করছে না। ডেমু ট্রেন তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এখন সারাক্ষণ স্টেশনে বসে থাকতে হয়—কখন ট্রেন আসবে আর কখন যাবে তা নির্দিষ্টভাবে বলা যায় না। টিকিটও বিক্রি হয় না, অনেক সময় বেশিরভাগই অবিক্রীত থেকে যায়।”

ভুক্তভোগী যাত্রীরা দ্রুত নোয়াখালী এক্সপ্রেস ও কুমিল্লা-নোয়াখালী ডেমু ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রস্তাবিত সুবর্ণচর এক্সপ্রেস চালু করার জন্যও সরকারের উচ্চ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow