সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব : ডিআইজি মঞ্জুর মোর্শেদ

বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, “সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে যে ধর্মেরই অনুসারী থাকুক না কেন, তারা যার যার ধর্ম পালন করবে—এতে কোনো বাধা নেই। সবার ধর্ম ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। সংখ্যালঘু বলতে কিছু নেই, মানুষ হিসেবে সবাই সমান। ধর্মীয় স্বাধীনতা ভোগ করা প্রত্যেক নাগরিকের অধিকার, যা বাংলাদেশের সংবিধানেও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।”
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডিআইজি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমাদের হিন্দু সম্প্রদায় প্রতিবছর এই উৎসব জাঁকজমকপূর্ণভাবে এবং পূর্ণ নিরাপত্তার মধ্যে পালন করে আসছে। এবার আগের চেয়ে পূজামণ্ডপ বেড়েছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করে আসছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।”
তিনি ওই রাতে পিরোজপুর পৌর শহরের পালপাড়া, রাজারহাট, কালীবাড়ি মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
What's Your Reaction?






