বোয়ালমারীতে লোককবি ও পত্রিকা পরিবেশক আব্দুল গফফারের স্মরণ সভা

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 30, 2025 - 22:23
 0  6
বোয়ালমারীতে লোককবি ও পত্রিকা পরিবেশক আব্দুল গফফারের স্মরণ সভা

ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত প্রবীণ পত্রিকা পরিবেশক ও লোককবি আব্দুল গফফারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এই আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা আব্দুল গফফারের মানবিক গুণাবলী, সাহিত্যকর্ম এবং শায়েরি ও সুরের প্রতি তার অনন্য অবদান তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন সুরের এক অনন্য জাদুকর, যিনি নিজস্ব ভঙ্গিতে কবিতা ও সংবাদ পরিবেশন করতেন। তার এই পরিবেশনা শোনার জন্য লোকসমাগমও হতো। প্রার্থনার মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন চরধূপাপাড়া মাদ্রাসার মুহতামিম আব্দুল কুদ্দুস সুলতানী।

সভায় বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আব্দুল গফফারের সহোদর ও তিন সন্তান, এসডিসি সংস্থার সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম, সমাজসেবক ও রক্তযোদ্ধা সুমন রাফি।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, ঢাকার ডাক প্রতিনিধি ও প্রচার সম্পাদক এম. জামান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, দৈনিক সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, কালের খেয়া প্রতিনিধি দেবাকর বসু টুটুল, আমার দেশ প্রতিনিধি এস.এম. রুবেল, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আব্দুল গফফার গত ২৮ সেপ্টেম্বর সকাল পোনে দশটায় লিভার ও কিডনিসংক্রান্ত জটিলতায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow