নগরকান্দায় মশার কয়েল থেকে আগুন: গবাদিপশুসহ পুড়ে ছাই ৩টি বসতঘর

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Nov 13, 2025 - 20:42
 0  7
নগরকান্দায় মশার কয়েল থেকে আগুন: গবাদিপশুসহ পুড়ে ছাই ৩টি বসতঘর

ফরিদপুরের নগরকান্দায় মশার কয়েল থেকে সৃষ্ট এক ভয়াবহ আগুনে দুটি গরু ও চারটি ছাগলসহ তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে একটি পরিবার নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে রাজু মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মোল্লার ছেলে নুর ইসলাম মোল্লা ও নুরুজ্জামান মোল্লা সন্ধ্যায় গরুর ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দিয়েছিলেন। কিছুক্ষণ পরেই সেখান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এলেও ততক্ষণে তিনটি ঘরই আগুনে গ্রাস করে ফেলে।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ঘরের ভেতরে থাকা ধান, পাট, পেঁয়াজ, নগদ অর্থ এবং গোয়ালের দুটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নুর ইসলাম মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "সন্ধ্যার সময় গরুর ঘরে কয়েল জ্বালিয়েছিলাম। হঠাৎ দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখের সামনেই আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। এখন আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই রইল না।"

এ বিষয়ে নগরকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রহমান বলেন, "অগ্নিকাণ্ডে বসতঘর ও গবাদিপশু পুড়ে যাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। এটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে দ্রুত সহযোগিতার ব্যবস্থা করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow