আলফাডাঙ্গায় দুর্গোৎসব: প্রতিমা প্রদর্শনী ঘুরে দেখলেন ফরিদপুরের পুলিশ সুপার

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Sep 29, 2025 - 23:35
 0  7
আলফাডাঙ্গায় দুর্গোৎসব: প্রতিমা প্রদর্শনী ঘুরে দেখলেন ফরিদপুরের পুলিশ সুপার

ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত শ্রী শ্রী আদ্যাশক্তি মহামায়ার ৫১ শক্তি পীঠ ও ডিজিটাল প্রতিমা প্রদর্শনী সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম)।

পরিদর্শন শেষে পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সবার অংশগ্রহণে পূজা উৎসব সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম, এসআই শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুস সালাম, জামাতে ইসলামের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ, সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, রেজওয়ান আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মণ্ডপ কর্তৃপক্ষ, মিডিয়া কর্মী ও বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা।

প্রসঙ্গ:আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে গত ২৭ সেপ্টেম্বর এবং চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow