কসবায় প্রভাবশালীদের হামলার অভিযোগে থানায় মামলা

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Sep 28, 2025 - 21:26
 0  4
কসবায় প্রভাবশালীদের হামলার অভিযোগে থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্থানীয় প্রভাবশালীদের হামলা, মারধর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫০) কসবা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগটি থানার এসডিআর নম্বর–৩৮৪০ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌরসভার শীতলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, কাঞ্চনমুড়ি গ্রামের প্রভাবশালী জালাল মিয়া (৫০), মো. সাব্বির (২৫)সহ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র—লাঠি, শাবল, কুড়াল, দা, ছুরি, চাইনিজ কুড়াল ও হাতুড়ি নিয়ে রফিকুল ইসলামের ছেলে কামরুল হাসানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং স্ত্রী-সন্তানদের হত্যার হুমকি দেয়। তারা জোরপূর্বক নগদ এক লাখ ৭৫ হাজার টাকা ও ৮০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা কামরুল হাসানকে হত্যার চেষ্টা চালায়। তবে উপস্থিত লোকজনের কারণে প্রাণে রক্ষা পান তিনি। এরপরও হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী কামরুল হাসান, বুলবুল মিয়া, শিবলী মিয়া ও জাহাঙ্গীর মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow