ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন।
আহসান উদ্দিন খান শিপন সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী খান বাড়ি (পাঠান বাড়ি)তে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা মরহুম আব্দুর খান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মহুকুমা মুন্সেফ কোর্টের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং পিতা মরহুম বোরহান উদ্দিন খান ছিলেন ব্রিটিশ কোম্পানির কর্মকর্তা।
প্রাথমিক শিক্ষা শুরু করেন ঢাকার সায়েন্স ল্যাবরেটরি স্কুলে। পরবর্তীতে নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এসএসসি, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ থেকে ১৯৯৩ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আহসান উদ্দিন খান শিপন নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ গ্রহণের মাধ্যমে রাজনীতিতে পথচলা শুরু করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য, সহ-ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তিন বারের সদস্য এবং সরাইল উপজেলা বিএনপির তিনবারের অন্যতম সদস্য ছিলেন। এছাড়া আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ ও নোয়াগাঁও শেখ আশরাফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও বৈধ ঘোষিত প্রার্থী ছিলেন।
রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চায়ও মনোনিবেশ করেছেন তিনি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রিয়তির কাব্য’ ২০০৩ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়। শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রত্যয়, প্রেম ও দ্রোহ’। সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ‘কমল সামাজিক আন্দোলন’ এবং ‘তৃণমূল পার্লামেন্ট’ নামের সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সরাইল-আশুগঞ্জের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি চারবার কারাবরণ করেছেন এবং অসংখ্য মামলার আসামি হয়ে ফেরারি জীবনও কাটিয়েছেন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র সংস্কার নীতির ৩১ দফা নিয়ে সরাইলে শতাধিক উঠান বৈঠক করেছেন। একইসঙ্গে তিনি আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করে তরুণ সমাজকে সম্পৃক্ত করেছেন।
আহসান উদ্দিন খান শিপন বলেন, “বিএনপির মনোনয়ন পেলে দলমত নির্বিশেষে জনগণের অকুণ্ঠ সমর্থনে বিজয়ী হয়ে আসনটি পুনরুদ্ধার করব। সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে আরও উন্নত ও আলোকিত উপজেলায় রূপান্তরিত করাই আমার অঙ্গীকার।”
What's Your Reaction?






