ছাত্রদল নেতার ওপর হামলা ও ছিনতাই মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতার মোটরসাইকেল ভাংচুর ও ছিনতাই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর করে ছিনিয়ে নেয় যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ছাত্রদল নেতা রাতুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ১২ জানুয়ারি আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলার অন্যতম আসামি ছিলেন বাকাল গ্রামের মো. জোনাবালীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মামলার পর থেকেই জাকির হোসেন পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাকাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?






