নিখোঁজের ৭ দিনেও খোঁজ মিলল না শ্রমিক রোমানের

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির সন্দেহে নির্যাতনের পর নিখোঁজ হয়ে যাওয়া মাটি কাটা শ্রমিক রোমান শেখকে (৩২) খুঁজে না পাওয়ায় স্বজন ও এলাকাবাসী থানার ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেছেন। নিখোঁজের সাত দিন পার হলেও রোমানের কোনো খোঁজ না মেলায় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আরধীপাড়া কানাইনগর থেকে মিছিল নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা। পরে পুলিশ বিক্ষোভকারীদের থানা থেকে বের করে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে আরধীপাড়া কানাইনগর এলাকায় ইব্রাহীমদের একটি কোষা নৌকা (মূল্য প্রায় তিন হাজার টাকা) চুরি হয়। এ ঘটনার জেরে গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্থানীয় পিন্টু (৩৫), ইব্রাহীম (৬৫), মিজানুর (৩০), আতিক (১৮), ইমরান (২৩), দিল (৭০), ইয়ানুছ (৬০) ও বিল্লাল (৬০) মিলে রোমান শেখকে আটক করেন।
তারা প্রথমে রোমানকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে গাছে বেঁধে ঝুলিয়ে মারধর করে। একপর্যায়ে নির্যাতনের মুখে রোমান স্বীকার করেন যে নৌকাটি সিরাজদিখান উপজেলার শেখরনগরে রয়েছে। এরপর নির্যাতনকারীরা তাকে একটি ট্রলারে তুলে শেখরনগরের দিকে রওনা দেন। তবে এরপর থেকে রোমানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরদিন সকালে রোমানের পরিবার খোঁজ করতে গেলে অভিযুক্তরা জানান, রোমান ট্রলার থেকে পানিতে লাফ দিয়েছে। পরে রোমানের শাশুড়ি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন। এরই মধ্যে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলারের মালিক মিজানুরের বাবা ইব্রাহীমকে আটক করে আদালতে পাঠায়।
রোমানের স্বজনদের অভিযোগ, সাত দিনেও রোমানের খোঁজ না মেলায় তারা ধারণা করছেন তাকে হত্যা করা হয়েছে। তার স্ত্রী সোনিয়া বাকপ্রতিবন্ধী, তাদের দুটি ছোট সন্তান রয়েছে। স্বজনরা জানান, পুলিশ শুধু একজন আসামিকে গ্রেপ্তার করলেও অন্য আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
রোমানের শাশুড়ি আসমা বেগম বলেন, “সাত দিন হয়ে গেল কোনো খোঁজ পাচ্ছি না। আমরা জীবিত বা মৃত—যেভাবেই হোক রোমানকে ফেরত চাই। পুলিশ আমাদের পক্ষে কাজ করছে না।”
What's Your Reaction?






