খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জরুরি সভা
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দলটির পক্ষ থেকে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটস্থ জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর বাসভবনে এ উপলক্ষে একটি জরুরি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আপসহীন প্রতীক। তাঁর বিদায়ে জাতি আজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।”
জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগামী সাত দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—কোরআন খতম, বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে তাবারক বিতরণ। এসময় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ. বি. এম. মমিনুল হক, আলী আজম, জসিম উদ্দিন রিপন, আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, মাইনুল ইসলাম চপল, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
What's Your Reaction?
জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ