৫৪ বছর ধরে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছে - ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্কঃ
Dec 27, 2025 - 18:33
 0  5
৫৪ বছর ধরে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছে - ডা. শফিকুর রহমান
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, বিগত ৫৪ বছর ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এর ফলে শিক্ষাঙ্গনগুলো ‘মিনি ক্যান্টনমেন্টে’ পরিণত হয়েছিল। যেখানে ছাত্রদের জীবন, ভবিষ্যৎ ও মেয়েদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না।’

গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, ‘জাতির ওপর থেকে সেই অন্ধকার অধ্যায় বিদায় নিতে শুরু করেছে। তবে কালো ছায়া এখনো পুরোপুরি কেটে যায়নি। আজকের এই বাংলাদেশ পেতে আমাদের ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আবদুল মালেক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ ওসমান বিন হাদি—অনেকেই এই দেশের জন্য জীবন দিয়েছেন।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে স্বাধীনতাবিরোধী ট্যাগ, রগ কাটা অপবাদ, ক্রসফায়ার বা আয়নাঘর দিয়ে ছাত্রশিবিরকে দমানো যাবে না।’

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী এবং গুমের শিকার হওয়া ছাত্রশিবির সদস্যদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow