বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপি নেতা জানে আলমের সদস্য পদ বহাল
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জানে আলম কে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
২০ (নভেম্বর) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল, তার আবেদন বিবেচনায় নিয়ে তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তিনি পূর্বের মতোই দলের সকল সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের প্রতি আনুগত্য রেখে সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রাখার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
What's Your Reaction?
আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ