জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত
ফরিদপুরে অনুষ্ঠিত হলো জাতীয় যুবশক্তি জেলা শাখার সমন্বয় সভা। মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে এনসিপি'র যুব সংগঠন জাতীয় যুবশক্তি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের পশ্চিম খাবাসপুরের স্টার কাবাব রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুনায়েদ মাহমুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক এস এম জুনায়েদ হোসেন জিতু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক জিল্লুর রহমান, যুগ্ম সমন্বয়ক সাইফ খান, শেখ বাচ্চুসহ সংগঠনের আরও নেতা–কর্মীরা।
সমন্বয় সভায় বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে রাষ্ট্র ও সমাজ গঠনে কার্যকরভাবে কাজে লাগাতে জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। ভিন্ন মাত্রার শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রচেষ্টায় সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। বক্তারা আরও বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় যুবশক্তি অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং ছাত্র–জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ