সাটডাউন-লকডাউন দিয়ে কিছু হবে না, জনগণ নির্বাচনই চায় - মীর সরফত আলী সপু
সাটডাউন কিংবা লকডাউন দিয়ে কোনও ফায়দা লাভ হবে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, সন্ত্রাসীরা সন্ত্রাসীই থাকে, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না। জনগণ এখন অধীর আগ্রহে বসে আছে- তারা নির্বাচন চায়, ভোট দিতে চায়।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাঢ়িখাল, কবুতরখোলা ও ভাগ্যকূলে বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জনগণ শান্তিপূর্ণ নির্বাচন চায়। গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার যেকোনো অপচেষ্টা ব্যর্থ হবে। জনগণই চূড়ান্ত রায় দেবে।
এ সময় লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ