ঙাফাখুম জলপ্রবাহে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযানে প্রশাসনের তৎপরতা
বান্দরবানের থানচি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঙাফাখুম জলপ্রবাহে গোসল করতে গিয়ে মো. ইকবাল হোসেন (২৪) নামের এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ইকবাল হোসেন ঢাকার ডেমরা থানার সারুলিয়া ইউনিয়নের রসুলনগর গ্রামের মফিজুর ইসলামের ছেলে। তিনি ১৭ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে ঙাফাখুমে ভ্রমণে যান।
ঙাফাখুম এলাকায় নেটওয়ার্ক না থাকায় ঘটনার পর রাতেই যোগাযোগ সম্ভব হয়নি। শনিবার সকালে ওই দলের পাঁচজন থানচি থানা ও উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও প্রশাসনের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়।
থানচি ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুর রহমান মৃদা জানান, রেমাক্রী খালের পানির প্রবাহ অত্যন্ত তীব্র। চট্টগ্রাম ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে দুইজন ডুবুরি পৌঁছানোর পর দুইটি উদ্ধার ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার বলেন, “ঙাফাখুম জলপ্রবাহে যাতায়াত প্রশাসনিকভাবে নিষিদ্ধ। কীভাবে তারা সেখানে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে জীবিত বা মৃত—উদ্ধারে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বয়ে অভিযান চলছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, “আলীকদম–থানচি সড়কের তিন্দু গ্রুপিং পাড়া থেকে ১৭ জনের দলটি তথ্যকেন্দ্রে নিবন্ধন ছাড়াই নিষিদ্ধ ঘোষিত ঙাফাখুম জলপ্রবাহে গেছে। সেখানে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।”
ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার অভিযান সমন্বয়ে ইতোমধ্যেই প্রশাসনের একাধিক দল ঙাফাখুমের পথে রয়েছে।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ