কুমিল্লায় ট্রেনের নিচে বিস্ফোরণ: শতাধিক যাত্রী অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন

নিজস্ব প্রতিবেদকঃ
Nov 12, 2025 - 13:36
 0  2
কুমিল্লায় ট্রেনের নিচে বিস্ফোরণ: শতাধিক যাত্রী অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ট্রেনের নিচে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ধারণা করছেন, এটি চোরাকারবারির ফেলে দেওয়া ভারতীয় আতশবাজির বস্তা থেকে ঘটে। বিস্ফোরণে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সালদানদী ও শশীদাল রেলস্টেশন হয়ে চট্টগ্রামমুখী ও ঢাকা অভিমুখী ট্রেনে ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করে একটি চক্র। ওইদিন সন্ধ্যায় সদর রসুলপুর স্টেশনে প্রশাসনের অভিযান চলার খবর পেয়ে চোরাকারবারিরা তড়িঘড়ি করে ট্রেন থেকে কিছু বস্তা বাইরে ফেলে দেয়। এর মধ্যে একটি আতশবাজি ভর্তি বস্তা মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় ট্রেনে প্রচণ্ড ঝাঁকুনি লাগে এবং যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তবে ট্রেন চলমান থাকায় আগুন ছড়িয়ে পড়েনি, ফলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর কিছু মানুষ রেললাইনে পড়ে থাকা বস্তা ও অন্যান্য মালামাল সংগ্রহ করতে শুরু করেন। পরে স্থানীয় একটি গোষ্ঠী দ্রুত সেগুলো সরিয়ে ফেলে।

একজন স্কুলশিক্ষার্থী বলেন, “অভিযানের খবর পেয়ে তারা মালামাল ফেলে দিয়েছে। আতশবাজি ট্রেনের চাকার নিচে পড়ে বিস্ফোরিত হয়, তখন সবাই আতঙ্কিত ছিল।”

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার আগে এসব অবৈধ পণ্য স্টেশনের ভেতরে রাখা হয় এবং সুবিধাজনক সময় ট্রেনে তোলা হয়। একজন যাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব বস্তার মধ্যে আতশবাজির পাশাপাশি ইয়াবা, গাঁজা ও ক্রিস্টাল মেথসহ (আইস) বিভিন্ন মাদকও থাকে। তিনি দাবি করেন, পাচারচক্রের সঙ্গে রেলওয়ের কিছু কর্মী ও স্টেশন কর্মকর্তাও জড়িত থাকতে পারেন।

স্থানীয়রা আরও জানান, এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক চোরাকারবারি সিন্ডিকেট সক্রিয়। তাদের মধ্যে শশীদলের রেজাউল করিম প্রায় তিন দশক ধরে ভারতীয় পণ্য ও মাদক পাচারের সঙ্গে যুক্ত। অভিযোগ আছে, তিনি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যকে ‘ম্যানেজ’ করে এই কর্মকাণ্ড চালিয়ে আসছেন। প্রশাসনের অভিযান হলেও কিছুদিন পর আবার এসব কাজ শুরু হয়।

এ বিষয়ে সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, “সোমবার সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট সানোয়ার জাহানের নেতৃত্বে চট্টলা এক্সপ্রেসে অভিযান চলার সময় এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে বড় কোনো ক্ষতি হয়নি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow