ফরিদপুরে মাদকসহ প্রধান শিক্ষক আটক

ফরিদপুরে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় এক প্রধান শিক্ষককে হাতেনাতে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। শাহরিয়ার আহমেদ খান নিজামী (৫০) নামের ওই শিক্ষক শহরের মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান হিসেবে কর্মরত। আটকের পর তাকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শহরের গুহ লক্ষ্মীপুর মহল্লায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: আতিকুর রহমানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে অভিযান চালানো হয়। এসময় প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামীকে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ সেবনরত অবস্থায় পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন। দণ্ডাদেশের পরপরই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ৯৯/২৫। একজন শিক্ষকের এমন নৈতিক অবক্ষয়ের ঘটনায় ফরিদপুরের শিক্ষাঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?






