৯২ জন জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত

পিরোজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত 'সি' ক্যাটাগরির যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আবু সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে ৯২ জন জুলাই যোদ্ধার মাঝে ১ লক্ষ টাকা করে মোট ৯২ লক্ষ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহানসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “এই চেক শুধু আর্থিক সহায়তা নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। বর্তমান সরকার এই যোদ্ধাদের পাশে সবসময় আছে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা সহযোগিতা প্রদান করছে।”
এই উদ্যোগ জুলাই যোদ্ধাদের প্রতি সরকার ও সমাজের দায়বদ্ধতার একটি উদাহরণ, যা তাদের অবদানের জন্য সম্মান প্রদর্শনের এক অনন্য নিদর্শন।
What's Your Reaction?






