৬ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 11, 2025 - 18:33
 0  10
৬ জন বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

"হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করুন"—এই এক দাবিতে উত্তাল হয়ে উঠলো কাপ্তাইয়ের চিৎমরম। যুবলীগ নেতার দায়ের করা ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় দলের ছয় নেতার নাম জড়ানোর প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চিৎমরম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত একটি বিশাল বিক্ষোভ মিছিল স্থানীয় বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলটি ইউনিয়ন পরিষদ চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "যুবলীগ নেতা নজরুল বিএনপি নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দায়ের করেছে, তা অবিলম্বে নিঃশর্তভাবে তুলে নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।"

বিক্ষুব্ধ নেতারা বলেন, "আমরা আইনকে শ্রদ্ধা করি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। দেশে শান্তি বজায় রাখতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছি। কিন্তু সেই সুযোগে যদি বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলা দেওয়া হয়, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

প্রতিবাদ সমাবেশ শেষে এক ভিন্ন চিত্রও দেখা যায়। সেখানে দ্বিতীয় অধিবেশনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করে বিএনপি। দেশে প্রায় আট বছর পর, মাত্র ২০ টাকার বিনিময়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির এই কার্যক্রমে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। প্রতিবাদের পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেও মনোনিবেশ করেছে দলটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow