স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : সারাদেশে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি

নিউজ ডেস্কঃ
Aug 21, 2025 - 09:25
 0  15
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত : সারাদেশে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (২০ আগস্ট) সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে আনন্দ শোভাযাত্রা, র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপির কার্যালয় এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত র‌্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির অভিযোগ করেন, “আওয়ামী লীগের নিয়োগকৃত শিক্ষকদের প্রিজাইডিং অফিসার করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” তিনি নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানান।

এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগরে বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। পরে একটি র‌্যালি শহরের সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মাগুরার মহম্মদপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শোভাযাত্রা শেষে কলেজ চত্বরে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন এবং প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ফয়সল জিহাদ।

বান্দরবানের রোয়াংছড়িতে মাল্টিপারপাস মাঠে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক ক্যাসাথুই মারমা। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য রাখেন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এস এম আলামিন।

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালি শেষে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। নওগাঁর রাণীনগরে আলোচনা সভা শেষে গাছের চারা ও ডাস্টবিন বিতরণ করা হয়। দিনাজপুরের নবাবগঞ্জে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালি শেষে একাত্তর চত্বরে আলোচনা সভা হয়।

বক্তারা সকল অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow