স্বপ্নপূরণে অটল ছিলাম—৪৪তম বিসিএসে কুবির একমাত্র প্রশাসন ক্যাডার শুভ

৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে একমাত্র সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফার্মেসী বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম আব্দুলাহ (শুভ)। ২০২০ সালের মাঝামাঝি থেকে বিসিএসের প্রস্তুতি শুরু করে কয়েক বছরের পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেন বলে জানান তিনি।
জানা গেছে, শুভ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তার বাবা মো. আজিজ আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং মা সামছুন নাহার একজন গৃহিণী। ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে তিনি অবিবাহিত।
২০১১ সালে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন শুভ। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে ভর্তি হয়ে ৩.৬১ সিজিপিএ নিয়ে বি.ফার্ম সম্পন্ন করেন এবং পরে এম.ফার্ম ডিগ্রিও অর্জন করেন।
নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন, “বাবা-মায়ের দোয়া, আমার পরিশ্রম আর আল্লাহর রহমতের কারণে আমি এই রেজাল্ট করতে পেরেছি। তবে কয়েক বছরের পরিশ্রমের চেয়েও রেজাল্ট শিটে নিজের রেজিস্ট্রেশন নম্বরটা খুঁজে পাওয়া ছিল সবচেয়ে আনন্দের। এই অনুভূতি নিয়েই আমি দেশের মানুষের সেবা করতে চাই।”
বিসিএস প্রস্তুতির বিষয়ে পরামর্শ দিতে গিয়ে শুভ বলেন, “সবচেয়ে বড় শর্টকাট হলো সবচেয়ে বেশি পড়া। লক্ষ লক্ষ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে টিকে থাকতে হলে শর্টকাট নয়, গভীর প্রস্তুতি দরকার। তাই নিজেকে উজাড় করে দিয়ে পড়তে হবে, মনের মধ্যে মা-বাবার মুখ আর আল্লাহর নাম রাখতে হবে। কারণ বিসিএস একটি দীর্ঘ সময়ের প্রতিযোগিতা।”
শুভর এই সাফল্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়, বিশেষ করে যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ক্যাডারে একমাত্র সুপারিশপ্রাপ্ত।
What's Your Reaction?






