সাভারের আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও তদন্ত

ঢাকার সাভারের আশুলিয়ায় নানা দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগে সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেল এর বিরুদ্ধে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী দলিল লেখক ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই মাস ধরে কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও এখনো কর্মকর্তার অপসারণ হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে তদন্ত করতে আসেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহম্মদ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাব-রেজিস্ট্রারের দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে আগেও একাধিক বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। কলম বিরতিও এক মাসের বেশি সময় ধরে চললেও সংশ্লিষ্ট কর্মকর্তা এখনো পদে আছেন। তারা দ্রুত তার অপসারণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
আশুলিয়া সাব-রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক মো. আলমগীর হোসেন নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মো. ইমাম হোসেন, আহবায়ক সদস্য মো. আনোয়ার হোসেন জসিম, সাবেক সহ-সভাপতি মো. মোতালেব হোসেন, সাবেক কার্যকরী সদস্য মো. দিলবর হোসেন এবং মোল্লা মো. হযরত আলী সহ আরও অনেকে।
জানতে চাওয়া হলেও আশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলের মন্তব্য নেওয়া যায়নি। অন্যদিকে, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহম্মদও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।
What's Your Reaction?






