শ্রীনগরে একসনা লীজের জমিতে ভবন নির্মাণের অভিযোগে জনমনে ক্ষোভ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Jul 7, 2025 - 16:17
 0  5
শ্রীনগরে একসনা লীজের জমিতে ভবন নির্মাণের অভিযোগে জনমনে ক্ষোভ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একসনা লীজপ্রাপ্ত জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাগ্যকুল গ্রামে একাধিক জমিতে পিলার দিয়ে দালান তৈরির কাজ চলছে জোরেশোরে।

সরেজমিনে দেখা গেছে, এসব ভবনের বেজ ঢালাই সম্পন্ন করে ইটের দেয়াল নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। নির্মাণ শ্রমিকরা দ্রুততার সঙ্গে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, পূর্বে সংশ্লিষ্ট ভূমি অফিস ভবন নির্মাণে বাধা দিলেও এখন যেন অদৃশ্য ছায়ায় গোপনে কাজ চলছে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনও বাদ যাচ্ছে না।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগে ভবন নির্মাণের খবরে ভূমি অফিসের কিছু কর্মী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও বর্তমানে তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বলহরি দাস, সিরাজ মাঝি, আব্দুর রশিদ ও সানা মাঝিসহ বেশ কয়েকজন ব্যক্তি একসনা লীজপ্রাপ্ত জমিতে একাধিক ভবন নির্মাণ করে বসবাস করছেন। তারা কীভাবে সরকারি নিয়ম উপেক্ষা করে এমন সাহস পায়, তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে।

ভবন নির্মাণকারী বলহরি দাস বলেন, “এই এলাকায় অনেকেই একসনা লীজের জমিতে পাকা স্থাপনা নির্মাণ করেছে। তাদের দেখে আমিও করেছি।”

এ বিষয়ে জানতে চাইলে ভাগ্যকুল ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার মাহফুজ বলেন, “আমি নিজে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে দেখব। যদি কেউ নিয়ম লঙ্ঘন করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলছেন, সরকারি জমির দখল ও নির্মাণের এমন প্রবণতা নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে ভূমি ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow