শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আত্রাই কৃষক দলের বৃক্ষরোপণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jul 7, 2025 - 18:13
 0  2
শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আত্রাই কৃষক দলের বৃক্ষরোপণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় সমসপাড়া কলেজ চত্বরে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট।

উদ্বোধনী বক্তব্যে আসাদুজ্জামান বুলেট বলেন, “শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম ও উন্নয়নমূলক চিন্তাধারার আলোকে আমরা সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে.এম. আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মান্নান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন ও শফিউল আলম সুমন।

এছাড়া বিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুস্তম আলী, বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ ইউনিয়ন কৃষক দল, যুবদল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং সামাজিক সচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow