রোয়াংছড়িতে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সংরক্ষিত রাখি” — এ স্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছিতে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে ২০২৫) রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি-অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, “আধুনিক বাংলাদেশ গঠনে জনবান্ধব ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি মন্ত্রণালয় এরইমধ্যে ভূমি সেবাগুলো ডিজিটালাইজ করে সহজলভ্য করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের জন্যই এ ভূমি মেলার আয়োজন।”
আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত দেশব্যাপী তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ অনুষ্ঠিত হবে। রোয়াংছি উপজেলায়ও এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানসহ নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম, সেবা বুথ, ব্যানার-পোস্টার স্থাপন, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে ডিসিআর, খতিয়ান প্রাপ্তি ইত্যাদি বিষয়ে সরাসরি সেবা প্রদান করা হবে।
এছাড়া ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা অভিযোগ জানানোর জন্য ১৬১২২ হটলাইন সেবার গুরুত্ব নিয়েও সচেতনতা তৈরি করা হবে বলে জানান ইউএনও।
প্রেস কনফারেন্সে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






