রাণীনগরে মুখোশধারীদের হামলায় মোটরসাইকেল, টাকা ও মোবাইল ছিনতাই

নওগাঁর রাণীনগরে মুখোশধারী ছিনতাইকারীদের হামলায় মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সাদ্দাম হোসেন জানান, তিনি তার নানার বাড়ি থেকে মিনহাজ নামে এক প্রতিবেশীকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে রঞ্জনিয়ার মোড়ের পূর্ব পাশে পৌঁছালে ১০-১২ জন মুখোশধারী তাদের পথরোধ করে। এরপর তারা রশি দিয়ে সড়ক আটকে তাদের উপর হামলা চালায়।
হামলাকারীরা সাদ্দাম ও মিনহাজকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রাখে। এরপর তাদের ১৬০ সিসি এ্যাপাচি আর.টি.আর মোটরসাইকেল, দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে সাদ্দাম ও মিনহাজ নিজেদের হাত-পায়ের বাঁধন খুলে পুলিশকে বিষয়টি জানান।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
What's Your Reaction?






