রাজশাহীতে ৭ মামলার আসামি বিপ্লব গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগসহ সাতটি মামলার অভিযোগ রয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১০ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিপ্লব ওই এলাকার মহসিন আলীর জামাতা এবং বাঘা পৌরসভার মিলিক বাঘা (পন্ডিতপাড়া) গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় অভিযোগ করা হয়েছে—তিনি নাশকতা, ককটেল বিস্ফোরণ, চাঁদাবাজি ও হামলার সঙ্গে জড়িত।
বাঘা থানার এসআই সিফাত রেজা জানান, “বিএনপির করা চারটি মামলার পাশাপাশি বিপ্লবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত আরও তিনটি মামলা রয়েছে। প্রয়োজনে রিমান্ড আবেদন করা হবে।”
এদিকে বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান অভিযোগ করে বলেন, “স্বেচ্ছাসেবক লীগের পদ পাওয়ার আগেই বিপ্লবের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলা ছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আস্থাভাজন হওয়ায় তিনি ক্ষমতার অপব্যবহার শুরু করেন।”
তিনি আরও জানান, জেলা বিএনপির আহ্বায়ক কারাগারে থাকাকালে তার মুক্তির দাবিতে পোস্টার লাগাতে গেলে বিপ্লব ও তার সহযোগীরা বাধা দেয় এবং কর্মীদের মারধর করে।
বাঘা থানার ওসি আ. ফ. ম. আসাদুজ্জামান বলেন, “বিপ্লব আত্মগোপনে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।”
What's Your Reaction?
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি