রাজশাহীতে আদালত চত্বর থেকে তিন যুবক অপহরণ

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Jul 9, 2025 - 12:07
 0  3
রাজশাহীতে আদালত চত্বর থেকে তিন যুবক অপহরণ

রাজশাহীতে আদালত থেকে ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে রাজশাহী জজকোর্ট চত্বরের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরবর্তীতে রাজপাড়া থানা পুলিশের অভিযানে অপহৃতদের উদ্ধার করা হয়।

ভুক্তভোগীদের মধ্যে একজন, বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে আব্দুল মজিদ রাজপাড়া থানায় দায়ের করা মামলায় জানান—সাজেদুর রহমান নামের এক ব্যক্তির নেতৃত্বে ৮–১০ জন অপহরণে জড়িত ছিলেন। সাজেদুর ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শতাধিক মানুষের কাছ থেকে ডিপিএস হিসেবে টাকা জমা নিয়েছেন। কিন্তু জমানো টাকা ফেরত চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

২০ জুন আব্দুল মজিদ টাকার জন্য যোগাযোগ করলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ আদালতে মামলা করতে যান। তার সঙ্গে ছিলেন সাক্ষী হিসেবে শহিদ মণ্ডল (৪৫), আমির হোসেন (৫০) ও সোহাগ। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার পর সাজেদুর ও তার সহযোগীরা তাদের পথরোধ করে মারধর করেন এবং অপহরণ করে কাজিহাটা এলাকায় নিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় সোহাগ পালিয়ে গিয়ে ৯৯৯-এ ফোন করেন। সংবাদ পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা ভুক্তভোগীদের ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়া শহিদ মণ্ডলের ফোন থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “৯৯৯ নম্বরে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয়। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow