মোহাম্মদপুরে ‘কবজিকাটা গ্রুপ’-এর সহযোগী কিশোর গ্যাং লিডার ‘টুন্ডা বাবু’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ভয় ছড়ানো ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী ও কিশোর গ্যাং নেতা বাবু খান ওরফে টুন্ডা বাবু (৩১) অবশেষে ধরা পড়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
র্যাবের তথ্যমতে, টুন্ডা বাবু দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সে ‘কবজিকাটা গ্রুপ’-এর অন্যতম সক্রিয় সদস্য হিসেবে নানা অপরাধে নেতৃত্ব দিয়ে আসছিল।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ থাকলেও দীর্ঘদিন আত্মগোপনে ছিল সে। অবশেষে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডা বাবু বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
What's Your Reaction?






