বাঞ্ছারামপুরে ৭০ কেজি গাঁজাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Jul 3, 2025 - 19:33
 0  3
বাঞ্ছারামপুরে ৭০ কেজি গাঁজাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার কয়কালী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়। অভিযানে নবীনগরের সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির একটি টহলদল অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মানিকগঞ্জ জেলার আলকদিয়া গ্রামের জোরান শিকদারের ছেলে আরব আলী শিকদার (৫১) এবং দৌলতপুর উপজেলার আজিজ মোল্লার ছেলে আকাশ মোল্লা (৩১)।

নবীনগর সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান জানান, সুনামগঞ্জ জেলা থেকে মেঘনা নদী হয়ে একটি গাঁজার চালান মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্পিডবোট নিয়ে নৌকাটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে নদীতে ঝাঁপ দেওয়া তিনজনের মধ্যে দু’জনকে আটক করা সম্ভব হয়। অপর একজন নদী সাঁতরে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় দুই পাচারকারীকে আটক করে নৌকায় তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটিও। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow