মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর গোপন অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 7, 2025 - 18:02
 0  4
মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর গোপন অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) রাতে পরিচালিত ওই যৌথ অভিযানে দুই রাজনৈতিক ব্যক্তি আটক হয়েছেন বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

প্রথম অভিযান চালানো হয় শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে। সেখানে একটি বাড়িতে হানা দিয়ে সেনা সদস্যরা ২টি রিভলবার, ৮ রাউন্ড গুলি ও কিছু দেশীয় অস্ত্রসহ মো. মিজানুর রহমান টিটো নামের এক ব্যক্তিকে আটক করেন। তিনি নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে পরিচিত।

টিটোর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এরপর অভিযান চালায় শ্রীপুরের তারাউজিয়াল এলাকায়। সেখানে চায়না তৈরি একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মো. শরিফুল ইসলাম সাচ্চু নামে আরও একজনকে আটক করা হয়। তিনি সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সক্রিয় কর্মী বলে জানা গেছে।

আটক দুইজনকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow