মাগুরার শালিখায় ১০০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও গৃহনির্মাণ চেক সহায়তা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 3, 2025 - 16:14
 0  2
মাগুরার শালিখায় ১০০ অসহায় পরিবার পেল ঢেউটিন ও গৃহনির্মাণ চেক সহায়তা

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি অসহায় ও দুস্থ পরিবারকে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক দিয়েছে মাগুরার শালিখা উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও তিন হাজার টাকার চেক তুলে দেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন। আয়োজনে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল হাসান, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোঃ মোতালেব হোসেন, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়, যা তাঁদের ঘর নির্মাণে সহায়ক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow