মাগুরায় রাতে কলা বিক্রেতার গলা কাটা লাশ উদ্ধার

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 27, 2025 - 15:31
 0  2
মাগুরায় রাতে কলা বিক্রেতার গলা কাটা লাশ উদ্ধার

শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় গলা কাটা অবস্থায় ভজন গুহ (৫৫) নামের এক কলা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্মম এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লাশটি উদ্ধার করে। নিহত ভজন গুহ চার মাস ধরে ঋষিপাড়ায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন এবং পেশায় একজন কলা বিক্রেতা ছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বলেন, “আমরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্তের পর হত্যার পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।”

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আবির নামের স্থানীয় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow