ভাঙ্গায় ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট মুচকুরনী মহেশ্বরদী গ্রামে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোঃ আব্দুল্লাহ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ একই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আজিজুল মোল্লার ছেলে।
জানা গেছে, রবিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে পুখুরিয়া বাজারে বাবার সঙ্গে কাঁচামালের ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে মহেশ্বরদী বাগবাজার হাইস্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও তিনি বাজারে বেচাকেনা শেষে কিছু মালামালসহ সম্প্রতি ক্রয় করা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল্লাহর বন্ধু মোঃ রাসেল মোল্লা আবেগঘন কণ্ঠে বলেন, “গতকাল সন্ধ্যায় ওর সঙ্গে শেষ কথা হয়েছিল। কে জানত এটাই হবে শেষ কথা!”
পরিবারের শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। মরদেহ আনুষ্ঠানিকতা শেষে বাড়িতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবার।
What's Your Reaction?






