ভাঙ্গায় অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব ভস্মীভূত

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 16, 2025 - 19:07
 0  2
ভাঙ্গায় অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব ভস্মীভূত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র জমির শেখের সর্বস্ব ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত গভীর রাতে ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়ির সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়।

ক্ষতিগ্রস্ত জমির শেখ জানান, অগ্নিকাণ্ডে তার বসতঘরসহ দুইটি ছাগল, নগদ ৫ হাজার টাকা, তিনটি স্বর্ণের নাকফুল, তিন ভরি রূপা, ঘরে রাখা কিছু ফসল ও আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তিনি অসহায় কণ্ঠে বলেন, “এখন আমি পুরোপুরি নিঃস্ব। ছেলে-মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি।”

স্থানীয়রা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পরিবারটি চরম দুর্দশায় পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow