বিভাজনের রাজনীতি চাই না, শান্তি চাই-মাসুদ সাঈদী

"আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা বাংলাদেশের শান্তি ও ঐক্য চাই"—এই জোরালো আহ্বান জানিয়ে পিরোজপুরের নাজিরপুরে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। শুক্রবার (৮ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগকালে তিনি জুলাই আন্দোলন ও তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
শেখমাটিয়া ও শ্রীরামকাঠী ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগকালে মাসুদ সাঈদী বলেন, "রাজাকারের ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ এখন আম-ছালা দুটোই হারিয়েছে। আমরা অশান্তির রাজনীতি না করে শান্তির রাজনীতি করতে চাই, দুর্নীতির বদলে উন্নতির রাজনীতি করতে চাই।" তিনি বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দেশের ভাগ্য বদলাতে হলে নীতি-নৈতিকতার পরিবর্তন জরুরি।
তিনি সাবেক প্রধানমন্ত্রীকে 'খুনি হাসিনা' আখ্যা দিয়ে বলেন, "তারা আমাদের দুই হাজার ছাত্রের জীবন নিয়েছে, আলেমদের ফাঁসি দিয়েছে এবং আমার বাবা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতনের বিচার চাই।" তিনি আরও বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
এ সময় তার সাথে নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






