বিজয়নগরে ২৫ বিজিবির বিশেষ অভিযানে কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার কালাছড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
২৫ বিজিবি জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বিষ্ণপুর বিওপির নায়েব সুবেদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২০১২/৪-এস থেকে ৫০০ গজ ভেতরে ফাঁদ পেতে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে ভারত থেকে প্রবেশ করলে বিজিবির ধাওয়ায় তারা বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ১,১৮৬ বোতল ভারতীয় ইস্কফ, ১০০ কেজি গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।
এছাড়া, রোববার রাতে মুকুন্দপুর ও সিংগারবিল বিওপির পৃথক অভিযানে আরও ৪২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়। বিজিবি জানিয়েছে, সরকারের ঘোষিত শূন্য সহনশীলতার নীতি মেনে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
গত এক মাসে ২৫ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮,৯০৫ পিস ইয়াবা, ২,৯৮৩ বোতল ইস্কফ, ২৮২ কেজি গাঁজা, ১৫২ বোতল ফেন্সিডিল, ৫২ বোতল হুইস্কি ও ১৭ বোতল বিয়ার উদ্ধার করেছে।
What's Your Reaction?






