বান্দরবানের লামায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
Jul 3, 2025 - 17:06
 0  2
বান্দরবানের লামায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘সময়ের সাথে আগামীর পথে’ এই অঙ্গীকারকে সামনে রেখে ২৩ বছরে পদার্পণ করল দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় লামা প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশরাফ উজ্জামান, বিএনপি সভাপতি আঃ রব, প্রেসক্লাব সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, সাংবাদিক ফোরাম সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সাংবাদিক ইউনিটি সভাপতি চৌধুরী মোঃ সুজন, সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভির প্রতিনিধি আমিনুল ইসলাম খন্দকার। এছাড়া আলোচনায় অংশ নেন লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহিম, কৃষকলীগের আহ্বায়ক মোঃ ইব্রাহিম, সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য প্রকাশ, দুর্নীতির মুখোশ উন্মোচন এবং জনমানুষের কথা বলার জায়গা করে দিতে হলে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তারা আরও বলেন, গণতন্ত্র বিকাশ, মুক্তচিন্তার চর্চা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব মিডিয়ার সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

সভায় এনটিভির বিগত পথচলার প্রশংসা করে অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে এনটিভি ইতোমধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। আগামী দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow